25 C
Kolkata

আইপিএল থেকে সরে দাঁড়ালেন মালিঙ্গা

নিজস্ব সংবাদদাতা :  করোনা আবহে ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু আইপিএল। কিন্তু তার আগে সার্বিক পরিস্থিতি বেশ জটিল। এখনও পর্যন্ত কিটের স্পনসর মেলেনি। তার উপর সিএসকে শিবির এখনও করোনামুক্ত হয়ে উঠতে পারেনি। এরই মধ্যে আবার নতুন সমস্যা হাজির। সুরেশ রায়নার পর আরেক ক্রিকেটার নিজেকে আইপিএল থেকে সরিয়ে নিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা চলতি আইপিএলে খেলবেন না। আইপিএলে মুম্বইয়ের জার্সিতে একাধিক নজির রয়েছে মালিঙ্গার। গত বছর রোহিত শর্মার দলকে ফাইনালে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর ছিলেন তিনি। ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ ওভারে বল করে দলকে জিতিয়ে ছিলেন মালিঙ্গা। মুম্বই ইন্ডিয়ান্সকে রেকর্ড চতুর্থবার আইপিএল শিরোপা জেতাতে সাহায্য করেন তিনি। ১২২টি আইপিএল ম্যাচে ১৭০টি উইকেট নিয়েছেন মালিঙ্গা। আইপিএলে তাঁর সেরা বোলিং ১৩রানের বিনিময়ে ৫ উইকেট। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত কেন? শ্রীলঙ্কার তারকা প্লেয়ার  মালিঙ্গা  জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই তিনি এই মরশুমে খেলতে পারবেন না। এই সময় শ্রীলঙ্কায় নিজের পরিবারের কাছে থাকা বেশি জরুরি। মালিঙ্গার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দলের কর্ণধার আকাশ আম্বানি বলেন, ‘লাসিথ আমাদের দলের অন্যতম স্তম্ভ। বলাই বাহুল্য যে দল ওঁকে মিস করবে’। মনে করা হচ্ছে কয়েকদিন ধরে অসুস্থ থাকা তাঁর বাবা সেপারামাদু মিল্টনের জন্য নিজেকে সরিয়ে নিয়েছেন ৩৭ বছরের এই ক্রিকেটার। প্রথম থেকেই আবুধাবিতে মুম্বই দলের সঙ্গে শিবিরে যোগ দেননি মালিঙ্গা। সেই সময় তিনি টিম ম্যানেজমেন্টকে জানান, অসুস্থ বাবার কয়েক সপ্তাহের মধ্যেই অস্ত্রোপচার হবে। সেই সময় বাবার পাশে থাকতে চান তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আগের একাধিক আইপিএলে খেলা শ্রীলঙ্কার এই প্রবীণ ফাস্ট বোলারের বদলি হিসাবে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জেমস প্যাটিনসনের নাম ঘোষণা করা হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের মালিক আকাশ অম্বানি প্যাটিনসনকে দলে স্বাগত জানানোর পাশাপাশি মালিঙ্গার পাশেও থাকার বার্তা দিয়েছেন।

Featured article

%d bloggers like this: