নাপিয়ের: অমীমাংস তো ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি। বৃষ্টির কারণে ডিআরএস পদ্ধতির সাহায্য নিয়ে ম্যাচের ফলাফল নির্ধারিত হয়েছে। এদিন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন পরিবর্তে নেতৃত্বের দায়িত্বে ছিলেন টিম সাউদি। টস দিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। ১৯.৪ ওভারে ১৬০ রানেই শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন কনওয়ে। বাকি ব্যাটারদের ক্রিজে টিকতেই দেননি অর্শদীপ, সিরাজরা। দুই পেসার চারটি করে উইকেট তুলে নেন। মাত্র ১৭ রান দিয়েই চারটি উইকেট ঝুলিতে ভরেন সিরাজ। একটি উইকেট তুলে নেন হর্ষল প্যাটেল।

জবাবে ব্যাট করতে নেমে অল্প নামের মধ্যেই ৪ উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। ভারত যখন ৪ উইকেটের বিনিময়ে ৭৫, তখনই শুরু হয় বৃষ্টি। এরপর আর খেলা শুরু করা যায়নি। ডিআরএস পদ্ধতিতে নির্ধারিত হয় ম্যাচের ফলাফল। আর এক রান বেশি করলেই জিততে পারতো ভারত। ফলে ম্যাচ টাই বলে ঘোষণা করা হয়। ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হলেও সিরিজ পকেটে পুড়েছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ার পর সিরিজের দ্বিতীয় ম্যাচে সূর্যকুমার যাদবের দুর্দান্ত শতরান আর দীপক হুডা’র দুরন্ত বোলিংয়ে ভর দিয়ে ম্যাচ জিতেছিল ভারতীয় দল। আজকের ম্যাচ টাই ঘোষিত হওয়ায় সিরিজ ঢুকলো ভারতের পকেটে।