নিজস্ব প্রতিবেদন: বুধবার পোল্যান্ডকে হারিয়ে কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে আর্জেন্তিনা। কিন্তু চর্চায় মেসির পেনাল্টি নষ্ট। এদিন ম্যাচের ৩৬ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে বক্সের মধ্যে মেসিকে ফাউল করে বসেন পোলিশ গোলরক্ষক। পেনাল্টি পায় আর্জেন্তিনা। তবে এদিন স্পট কিক থেকে জাল কাঁপাতে পারেননি আর্জেন্তাইন মহাতারকা। মেসির শট রুখে দেন পোল্যান্ডের গোলরক্ষক। যদিও ম্যাচে মেসির পেনাল্টি নষ্টের কোনো প্রভাব পড়েনি। আর স্বয়ং মেসি মনে করছেন তাঁর ভুল দলকে আরও শক্তিশালী করেছে। ম্যাচের পর এলএম টেন জানিয়েছেন, ‘আমার ওই ভুলের পর দল শক্তিশালী হয়ে ওঠে। আমরা জানতাম যে, একবার প্রথম গোলটি হয়ে গেলে খেলা বদলে যাবে। আগের ম্যাচটি আমাদের মানসিক প্রশান্তি দিয়েছে। জিততে হবে ভেবে মাঠে নেমেছিলাম আমরা।’