28 C
Kolkata

PV Sindhu : ‘চূড়ান্ত লক্ষ্য প্যারিস অলিম্পিক্স’ : সিন্ধু

বার্মিংহাম: আগামী মাসে শুরু হতে চলা টোকিওতে শুরু হতে চলেছে ব্যাডমিন্টন বিশ্বচ্যাম্পিয়ানশিপ। এবার বিশ্বচ্যাম্পিয়ানশিপে মুকুট পুনরুদ্ধার করার ব্যাপারে আশাবাদী অলিম্পিক্সে জোড়া পদকজয়ী পিভি সিন্ধু। পাশাপাশি বার্মিংহাম কমনওয়েলথ গেমসকে বিশ্বচ্যাম্পিয়নশিপের আগে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন হায়দরাবাদি শাটলার। তবে সিন্ধুর চূড়ান্ত লক্ষ্য ২০২৪ প্যারিস অলিম্পিক্স। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সিন্ধু জানিয়েছেন, ‘কমনওয়েলথ গেমসে পদক জেতা বড় অর্জন। এখানে দেশের প্রতিনিধিত্ব করা অবশ্যই গর্বের। আশা করছি এবার গেমসে সোনা জিতব।’ হায়দরাবাদের ২৭ বছর বয়সী তরুণী রিও এবং টোকিও অলিম্পিক্সে রৌপ্য এবং ব্রোঞ্জ জিতেছেন। এশিয়ান গেমসেও তাঁর সংগ্রহ একটি রূপো ও একটি ব্রোঞ্জ পদক।

এশিয়ান চ্যাম্পিয়নশিপে জোড়া ব্রোঞ্জ পদক রয়েছে সিন্ধুর। এছাড়া বিশ্বচ্যাম্পিয়ানশিপে এপর্যন্ত মোট পাঁচটি পদক জিতেছেন ভারতের এই তারকা শাটলার। এই মঞ্চে শেষবার পদক জিতেছিলেন ২০১৯ সালে। কাজেই এবার আরও একবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাজিমাৎ করতে চান সিন্ধু। তবে সিন্ধুর মূল লক্ষ্য সুদূরপ্রসারী। তাঁর চূড়ান্ত লক্ষ্য ২০২৪ প্যারিস অলিম্পিক্স। সেখানে পদক জিততে চান ভারতীয় শাটলার। আর তারজন্য ফিটনেসের দিকে মনোনিবেশ করতে চান অলিম্পিক্সে জোড়া পদকজয়ী শাটলার। এই প্রসঙ্গে সিন্ধু জানান, ‘শারীরিকভাবে ফিট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলব, একজন অ্যাথলিট হিসেবে আমাকে চোটমুক্ত থাকতে হবে। শুধু কোর্টে নয়, কোর্টের বাইরেও আমাদের শরীরের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো ক্রীড়াবিদ ইনজুরি মুক্ত থাকতে চান।’

আরও পড়ুন:  INDW vs ENGW : ইংল্যান্ডে সিরিজ জিতে ইতিহাস হরমনপ্রীতদের
আরও পড়ুন:  Brazil : আফ্রিকান জায়ান্টদের বিরুদ্ধে বড় জয় ব্রাজিলের

Related posts:

Featured article

%d bloggers like this: