জুরিখ: চোটের কারণে কমনওয়েলথ গেমসে ট্র্যাকে নামতে পারেননি ভারতের সোনার ছেলে নীরজ। কিন্তু চোট সারিয়ে ফিরেই ইতিহাস গড়লেন ভারতের তারকা অ্যাথলিট। প্রথম ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগের খেতাব জিতলেন নীরজ চোপড়া। বৃহস্পতিবার জুরিখে ডায়মন্ড লিগের ফাইনালে প্রথম প্রয়াসে ফাউল থ্রো করেন নীরজ। তবে দ্বিতীয় প্রচেষ্টায় ৮৮,৪৪ মিটার বর্শা নিক্ষেপ করে খেতাব জিতে নেন টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী তারকা অ্যাথলিট। গত জুলাই মাসে আমেরিকায় আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জেতার পথে চোট পেয়েছিলেন নীরজ। ছিটকে যান বার্মিংহাম কমনওয়েলথ গেমস থেকে। চোটের কারণে প্রায় এক মাস ট্র্যাকের বাইরে ছিলেন নীরজ চোপড়া। তবে ডায়মন্ড লিগের শিরোপা জিততে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন ২৪ বছর বয়সী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার।

এদিন ডায়মন্ড লিগ ফাইনালে নীরজের শুরুটা খুব একটা ভালো হয়নি। তাঁর প্রথম থ্রো ফাউল হয়। এর ফলে তালিকার একেবারে নীচের দিকে নেমে গিয়েছিলেন নীরজ। কিন্তু পরের প্রচেষ্টাতেই এল সাফল্য। ৮৮.৪৪ মিটার জ্যাভলিন থ্রো করেন তিনি। এটিই তাঁর কেরিয়ারের চতুর্থ সেরা থ্রো। এরপর তৃতীয় প্রচেষ্টায় ৮৮ মিটার, চতুর্থ প্রচেষ্টায় ৮৬.১১ মিটার, পঞ্চম প্রচেষ্টায় ৮৭.০০ মিটার এবং ষষ্ঠ প্রচেষ্টায় ৮৩.৬০ মিটার জ্যাভলিন ছোঁড়েন নীরজ চোপড়া। তবে নীরজের দ্বিতীয় প্রয়াসে নিক্ষেপ করা ৮৮.৪৪ মিটারের সীমা অতিক্রম করতে পারেননি কেউই। ৮৬.৯৪ মিটার থ্রো করে নীরজের পরে ছিলেন চেক প্রজাতন্ত্রের জ্যাকব ওয়াডলেচ। জার্মানির জুলিয়ান ওয়েবার ৮৩.৭৩ মিটার থ্রোতে করে তৃতীয় স্থানে ছিলেন।

ডায়মন্ড ট্রফির খেতাব জিতে ৩০ হাজার মার্কিন ডলার পুরস্কার মূল্য পেলেন নীরজ। সেইসঙ্গে ২০২৩ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ওয়াইল্ড কার্ড পেয়ে গেলেন ভারতের সোনার ছেলে। এর আগে লুজানে ৮৫.২০ মিটারের বেশি জ্যাভলিন ছুঁড়ে আগামী বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার যোগ্যতা অর্জন করে ফেলেছেন নীরজ। প্রসঙ্গত, ২০১২ টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছিলেন নীরজ। তার কয়েক মাস বাদে জ্যাভলিনের বিশ্ব চ্যাম্পিয়ানশিপে অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছিল। দ্বিতীয় হয়ে রূপো জিতেছিলেন। কমনওয়েলথে অংশ নিতে পারায় ভারতের পক্ষে একটি নিশ্চিত পদক হাতছাড়া হয়েছিল বলেই মনে করেছিল ভারতীয় ক্রীড়া মহল। তবে এবার ডায়মন্ড লিগের খেতাব জিতে সেই আফসোস মুছে দিলেন নীরজ চোপড়া।