নিজস্ব প্রতিবেদন: আজ ফিফা বিশ্বকাপের ষষ্ঠ দিন। ইতিমধ্যেই বিভিন্ন চমকের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। আজ বিশ্বকাপে অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। আর এদিন ফুটবলের এই মহারণে খেলতে নামছে নেদারল্যান্ডস আর ইকুয়েডর। নেদারল্যান্ডস তাদের ফিফা বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে সেনেগালের বিরুদ্ধে জয়ের মাধ্যমে যাত্রা শুরু করেছিল। অন্যদিকে ইকুয়েডরও কাতারের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের মাধ্যমে তাদের অভিযানের সূচনা করেছিল। কাজেই আজ একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছে গোটা ফুটবল বিশ্ব। এই ম্যাচে যে দল জিতবে তাদের বিশ্বকাপের নক আউটে খেলা একপ্রকার নিশ্চিত হয়ে যাবে। আজকের নেদারল্যান্ডস বনাম ইকুয়েডর ম্যাচটি খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে নয়টা থেকে শুরু হবে।