28 C
Kolkata

East Bengal : লাল হুলুদের নতুন ফুটবলার কারা? লক্ষীবারেই শহরে স্টিফেন, বিকেলে অনুশীলন

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবারই কলকাতার এক পাঁচতারা হোটেলে ঘটা করে ইমামির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ইস্টবেঙ্গল ক্লাব। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাল হলুদ কর্তা দেবব্রত সরকার জানিয়েছিলেন ডোলও গঠনের কাজ অনেকদূর এগিয়ে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই কোচ স্টিফেন কনস্টানটাইন শহরে চলে আসবেন। ভালো দল গড়ার কথা শোনা গিয়েছিল ইমামি কর্তা আদিত্য আগরওয়ালের মুখেও। সেইমতো এবার ১৩ জন ভারতীয় খেলোয়াড়ের নাম ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। যে তালিকায় জেরি লালরিনজুয়ালা, সৌভিক চক্রবর্তী, ভিপি সুহেরের মতো তারকা ফুটবলাররা রয়েছেন। এছাড়া গতবারের কয়েকজন খেলোয়াড়কেও রেখে দেওয়া হয়েছে। যারমধ্যে অঙ্কিত মুখার্জী, সার্থক গলুই উল্লেখযোগ্য। পাশাপাশি পবন কুমার, মহম্মদ রকিপ, প্রীতম সিং, অমরজিত সিং, মোবাশির রহমান, আঙ্গুসোনা, অনিকেত যাদব, নাওরেম মাহেশ সিং দলে রয়েছেন। এছাড়া বেশ কয়েকজন বিদেশি ফুটবলারও লাল হলুদে প্রায় চূড়ান্ত। শীঘ্রই তাঁদের সঙ্গে চুক্তি সেরে ফেলবে লাল হলুদ। এদিকে বৃহস্পতিবারই শহরে আসছেন লাল হলুদের নয়া কোচ স্টিফেন কনস্টানটাইন। লক্ষীবারে সকাল ৮:১৫-এ কলকাতা বিমানবন্দরে প্যাঁ রাখবেন ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ। আর এদিন বিকেলেই নিজেদের মাঠে মরশুমের প্রথম অনুশীলনে নামবে ইস্টবেঙ্গল। এদিন হয়তো লাল হলুদের সহকারী কোচ বিনো জর্জের তত্বাবধানে অনুশীলন করবে দল। তবে মাঠে উপস্থিত থাকবেন কনস্টানটান। সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন:  Durga Chatu: দুগ্গাছাতুর উপকারিতা

Featured article

%d bloggers like this: