নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ায় বসেছে ট-টোয়েন্টি বিশ্বকাপের আসর। মূল পর্বের খেলা শুরু হবে ২২ অক্টোবর থেকে। তার পরের দিনই বিশ্বকাপ অভিযান শুরু করবে রোহিত শর্মার ভারত। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ভারতের পাশাপাশি এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলতে নেমেছিল পাকিস্তানও। তবে ব্রিটিশদের কাছে পরাজয় শিকার করেছে বাবর আজমের দল। এদিন টস জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেয়ে ইংল্যান্ড। শুরুতে ব্যাট করে ৮ উইকেট খুইয়ে ১৬০ রান করে পাক বাহিনী। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট খুইয়ে ১৪.৪ ওভারে লক্ষ্য পূরণ করে দেয়ে ইংল্যান্ড।