18 C
Kolkata

বাইচুংকে নতুন করে চিনলো মানুষ

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা 20 এপ্রিল – বাইচুং ভুটিয়া ফের ভোট এ দাঁড়াবেন কিনা জানা নেই, কিন্তু এই করোনার বাজারে তিনি যে শিলিগুড়ির সমতল এবং সিকিমের পাহাড়ি মানুষদের কাছে দেবদূত তা বোঝার জন্যে আলাদা মস্তিষ্কের দরকার পড়েনা. তেতাল্লিশ বছরের এই প্রাক্তন ফুটবলার এর ভিডিও ফিফা তাদের করোনা যুদ্ধের ক্যাম্পেন এ ব্যবহার করেছে বলে নয়, করোনার বিরুদ্ধে লোরাতে এই তারকা ফুটবলার যে ভাবে মাটিতে নেমে সেনানি হয়েছে তার জন্যে কোনো প্রশংসাই যথেষ্ট হতে পারে না. বাইচুং এই লকডাউন এ শিলিগুড়িতে আটকে পড়েছেন. কদিন আগেই তাঁর কাছে খবর আসে সিকিমের গ্যাংটক এ বেশ কিছু পরিযায়ী শ্রমিক আটকে পড়েছে. সঙ্গে সং বাইচুং গ্যাংটক এ নিজের বিলাসবহুল বাড়ির একাংশ খুলিয়ে পরিযায়ী শ্রমিকদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন. নিজে টেলিফোনে তাদের মেনু ঠিক করে দেন. শিলিগুড়িতে একটি মেয়ের জ্বর হাওয়ায় তার বাড়িওয়ালা তাকে বাইরে বের করে দেয়. বাইচুং উদ্যোগ নিয়ে মেয়েটিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এ ভর্তি করেন. মেয়েটি করোনা নেগেটিভ হয়ে হাসপাতাল থেকে বেরোনোর পরও বাড়িওয়ালা তাকে বাড়িতে ঢুকতে দেননি. বাইচুং মেয়েটির থাকার ব্যবস্থা করে দেয় শিলিগুড়ির একটি গেস্টহাউসে. এইভাবেই ত্রাণের কাজ করছেন বাইচুং. শিলিগুড়িতে করোনা সচেতনতা বাড়াতে পথেও নেমেছেন. ফিফার ভিডিওতে পেলে, ম্যারাডোনার সঙ্গে আছেন বাইচুং, কিন্তু তার জন্যে নয়, সিকিম এ দুবছর তিনি হামারও সিকিম পার্টি গঠন করেছেন তার জন্যেও নয়, একজন মানুষ হিসেবেই বাইচুং কে মনে রাখছে মানুষ. বাইচুং এর স্লোগান বোধহয়, মানুষ তো মানুষের জন্যে…

আরও পড়ুন:  ATK MohunBagan : দিমিত্রির একমাত্র গোলে বেঙ্গালুরুর বিরুদ্ধে কষ্টার্জিত জয় বাগানের

Featured article

%d bloggers like this: