28 C
Kolkata

PV Sindhu : কমনওয়েলথে সোনার খরা কাটল সিন্ধুর

বার্মিংহাম: বার্মিংহামেও সিন্ধু সভ্যতা। অবশেষে কমনওয়েলথ গেমসে সোনার খরা কাটল পিভি সিন্ধুর। কমনওয়েলথ গেমস ২০২২ মহিলা সিঙ্গলসের ফাইনালে কানাডার প্রতিপক্ষ মিচেল লি’কে হারিয়ে দেশকে আরও একটি স্বর্ণপদক এনে দিলেন ভারতীয় তারকা শাটলার সিন্ধু। এদিন কানাডার প্রতিপক্ষকে স্ট্রেট সেটে হারিয়ে সোনা জয় নিশ্চিত করেন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী শাটলার। ম্যাচের ফলাফলন সিন্ধুর পক্ষে ২১-১৫ ও ২১-১৩। এদিন ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই শাটলারের মধ্যে। শুরুতেই এগিয়ে যান সিন্ধু। প্রথম গেমে বারবার সমতা ফেরালেও সিন্ধুকে কখনওই টপকে যেতে পারেননি মিচেল। ২১-১৫ ব্যবধানে প্রথম সেট নিজের নামে করে নেন সিন্ধু।

আরও পড়ুন:  Roger Federer : পেশাদারী টেনিস থেকে রাজার বিদায়

দ্বিতীয় সেটেও ছবিটা একই। লড়াই করেও সিন্ধুকে আটকাতে পারেননি কানাডার শাটলার মিচেল। ২১-১৩ ব্যবধানে গেম জিতে কমনওয়েলথ গেমস মহিলা সিঙ্গলসে সোনা ঘরে তোলেন হায়দরাবাদি শাটলার। এই নিয়ে কমনওয়েলথ গেমসে দ্বিতীয়বার সোনা জিতলেন সিন্ধু। তবে একক ভাবে কমনওয়েলথে এই প্রথম সোনা জিতলেন ভারতীয় শাটলার। এর আগে ২০১৮ গোল্ডকোস্ট গেমসের মিক্সড টিম ইভেন্টে সোনা জিতেছিলেন সিন্ধু। তবে একক ভাবে এই প্রথম সোনা জিতলেন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী শাটলার। ২০১৪ ও ২০১৮ গেমসে যথেক্রমে ব্রোঞ্জ ও রূপো জিতেছিলেন পিভি সিন্ধু।   

আরও পড়ুন:  Railway Track: রেলওয়ে ট্রাকের নীচে থাকে অসংখ্য পাথর! কেন জানেন?

Featured article

%d bloggers like this: