নিজস্ব প্রতিবেদন: এবার ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে কাতারের মাটিতে। ফুটবল বিশ্বযুদ্ধের মাঝে রক্ষণশীল দেশ কাতারের নিয়মকানুন নিয়ে বাড়ি বাড়ি বিতর্ক সৃষ্টি হয়েছে। তারি মাঝে চলছে বিশ্ব ফুটবলের মহাযুদ্ধ। টুর্নামেন্টের উদ্বোধনী ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল আয়োজক কাতার। তবে ২-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ সফর শুরু করেছে তারা। আজ দ্বিতীয় ম্যাচে কাতারের প্রতিপক্ষ সেনেগাল। থেমে গেল প্রথম ম্যাচে নেদারল্যান্ডদের কাছে সমান ব্যবধানে পরাস্ত হয়েছিল। কাজেই গ্রুপে ‘এ’তে দুইদলের অবস্থান বর্তমানে একই। আজ যে দল জিতবে তারাই টিকে থাকবে বিশ্বকাপের নকআউট খেলার দৌড়ে। কাজেই দুইদলের কাছেই এই ম্যাচ সমান গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে দৌড়ে টিকে থাকতে ৩ পয়েন্ট এর জন্যই যা ভাবে কাতার। অন্যদিকে স্বপ্ন বাঁচিয়ে রাখতে মরিয়া প্রয়াস চালাবে সেনেগাল। ভারতীয় সময় আজ সন্ধ্যা সাড়ে ছটায় মাঠে নামবে দুই দল।