ক্রাইস্টচার্চ: বৃষ্টির জন্য ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড তৃতীয় ওডিআই। আর এদিন ম্যাচ বাতিল হওয়ায় ১-০ ব্যবধানে সিরিজ হেরে গেল ভারত। এই সফরে টি-টোয়েন্টি সিরিজেও বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। কিন্তু সেই সিরিজ জিতেছিল ভারতীয় দল। এরপর ওডিআই সিরিজের প্রথম ম্যাচ ভালভাবেই শেষ হয়। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ বৃষ্টির জন্য শেষ করা গেল না। ফলে সিরিজ জিতে গেল নিউজিল্যান্ড। এই সফরে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পরিকল্পনা ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের। কিন্তু বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যাওয়ায় সেই পরিকল্পনা কার্যকর হল না। এরপর বাংলাদেশ সফরে যাবে ভারতীয় দল। সেই সফরে দলে ফিরবেন বিরাট, রোহিতদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
বুধবার সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৭.৩ ওভারে ২১৯ রানে শেষ হয় ভারতের ইনিংস। সর্বোচ্চ ৫১ রান করেন ওয়াশিংটন সুন্দর। ৪৯ রান করেন শ্রেয়াস আইয়ার। অধিনায়ক শিখর ধাওয়ানের সংগ্রহ ২৮ রান। অপর ওপেনার শুবমান গিলও করেন ২৮ রান। আরও একবার ব্যর্থ ঋষভ পন্থ। রান পাননি সূর্যকুমার। রান তাড়া করতে নেমে ভালভাবেই এগোচ্ছিল কিউয়িদের ইনিংস। কিন্তু ১৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৪ রান করার পরেই বৃষ্টি নামে। এরপর আর খেলা শুরু করা যায়নি। কিউয়ি ওপেনার ফিন অ্যালেন ৫৭ রান করেন। ডেভন কনওয়ে ৩৮ রান করে অপরাজিত থাকেন। উইলিয়ামসন ০ রানে অপরাজিত থাকেন।