মাদ্রিদ: দুরন্ত ভ্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। তার হ্যাটট্রিকের দৌলতে লেভান্তের বিরুদ্ধে হাফ ডজন গোলের ব্যবধানে জয় পেল রিয়াল মাদ্রিদ। লা লিগা খেতাব জয় আগেই নিশ্চিত করে ফেলেছে রিয়াল। কাজেই বৃশস্পতিবার লেভান্তের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নেমেছিল মাদ্রিদ জায়ান্টসরা। এদিন দাপটের সঙ্গে ম্যাচ জেতার পাশাপাশি অনন্য নজির গড়লেন ফরাসি তারকা করিম বেনজেমা। এদিন ম্যাচের ১৩ মিনিটে লুকা মদ্রিচের অ্যাসিস্টে প্রথম গোল করে রিয়ালকে এগিয়ে দেন মেন্ডি। এরপর ১৯ মিনিটে লস ব্ল্যাঙ্কোসের হয়ে দ্বিতীয় গোলটি করেন করিম বেনজেমা। সেইসঙ্গে ভাগ বসান রাউলের রেকর্ডে। এনিয়ে রিয়ালের জার্সিতে ৩২৩টি গোল করলেন বেনজেমা। সমান গোল করেছেন রাউল। কাজেই আরেক গোল করলে স্প্যানিশ ফরওয়ার্ডকে ছাড়িয়ে যাবেন বেনজেমা।

এদিন ম্যাচের ৩৪ মিনিটে তৃতীয় গোলটি করেন রড্রিগো। প্রথমার্ধের শেষ মুহুর্তে ৪৫ মিনিটে এদিনের ম্যাচে নিজের প্রথম গোলটি করে ভিনিসিয়াস জুনিয়র। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমণের ঝাঁঝ বজায় রেখেছিল মাদ্রিদ জায়ান্টরা। ম্যাচের ৬৮ মিনিটে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়াস। ৮৩ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন ২১ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা। সেইসঙ্গে ৬-০ গোলের ব্যবধানে বড়ো জয় পায় লস ব্ল্যাঙ্কোসরা। প্রসঙ্গত এদিন রিয়াল জার্সিতে নিজের প্রথম হ্যাটট্রিকটি করলেন ভিনিসিয়াস জুনিয়র।