28 C
Kolkata

BCCI : মিললনা বোর্ডের অনুমতি, বাতিল নামিবিয়া সফর

নিজস্ব প্রতিবেদন: নামিবিয়ায় অনুষ্ঠিত হতে চলা গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিল বাংলা ক্রিকেট দল। প্রাক মরশুম প্রস্তুতি সারতে দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়া সফরে যাওয়ার কথা ছিল যাওয়ার কথা ছিল বাংলা দলের। এদিকে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা নামিবিয়াও নিজেদের প্রস্তুতি সেরে নেওয়ার কথা ভেবেছে এই টুর্নামেন্টে। তবে অনুষ্টুপ, অভিমূন্যদের বিদেশ সফরে অনুমতি দিলো না ভারতীয় ক্রিকেট বোর্ড। যে কারণে বাতিল হয়ে গেলো বাংলা দলের নামিবিয়া সফর।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সিএবিকে একটি চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে নামিবিয়া সফরে যেতে পারবে না বাংলা। যার ফলে শাহবাজ আহমেদ, আকাশ দীপদের ওই প্রতিযোগীতায় অংশ নেওয়া আর হচ্ছেনা। ভারতের ঘরোয়া দল গুলোকে বিদেশ সফরে অনুমতি দেয় না বিসিসিআই। যে কারণেই বাংলা দলকে এই সফরের জন্য ছাড়পত্র দিলনা বিসিসিআই। নামিবিয়া গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে নামিবিয়া জাতীয় দল ও বাংলার পাশাপাশি পাকিস্তানের লাহোর কান্দাহার্সের একটি প্রতিনিধি দল এবং দক্ষিণ আফ্রিকার একটি ঘরোয়া দলের অংশগ্রহণ করার কথা ছিল। তবে বাংলা নাম প্রত্যাহার করে নেওয়ায় এখন তিনটি দলের মধ্যেই এই প্রতিযোগীতা চলবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন:  Rahul Dev Bose: স্টাইল কিং রাহুল
আরও পড়ুন:  Kolkata: পথদুর্ঘটনায় মৃত স্থানীয় তৃণমূল নেতা

Related posts:

Featured article

%d bloggers like this: