শিলেট: শুক্রবার মহিলা এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারতের মেয়েরা। এদিন ম্যাচ চলাকালীন মাঠেই অসুস্থ হয়ে পড়লেন বাংলার মেয়ে রিচা ঘোষ। সানস্ট্রোক হয়েছে বলে প্রাথমিক চিকিৎসার পর জানা গিয়েছে। জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটারকে ড্রেসিংরুমে নিয়ে গিয়ে চিকিত্সা শুরু করা হয়। পাকিস্তানের ইনিংসের ১২ তম ওভারের পর হঠাত্ অসুস্থ হয়ে পড়েন রিচা। মাঠের মধ্যেই হাঁটু গেড়ে বসে পড়েন তিনি। তাঁর এই পরিস্থিতি দেখে দৌড়ে যান দলের বাকি সতীর্থরা। ফিজিয়ো এসে গলায়, ঘাড়ে তোয়ালে দিয়ে তাঁকে ঠান্ডা রাখার চেষ্টা করেন। এরপর পরিস্থিতি দেখে তাঁকে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়। তাঁর পরিবর্তে উইকেটরক্ষকের ভূমিকা পালন করেন শেফালি ভার্মা। পরে যদিও সুস্থ হয়ে ব্যাট করতে নেমেছিলেন রিচা।