নিজস্ব প্রতিনিধিঃ গত বুধবারের ম্যাচে তিনিই ছিলেন ম্যান ইউএর একমাত্র পরিত্রাতা। শনিবারও এভার্টনের বিরুদ্ধে জিততে সেই সিআর সেভেনই ভরসা করেছেন দলের কোচ ও কর্তারা। প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ১ গোলে হেরে গিয়েছিল ম্যান ইউ।
শনিবার রোনাল্ডোদের জয়ে ফেরার দিন। এই ম্যাচ নিয়ে নানাবিধ দুশ্চিন্তা রয়েছে কোচ ওলেগানার সোলসায়েরের। প্রথমত, ডিফেন্সের দুই স্তম্ভ হ্যারি ম্যাগুয়ার এবং লিউক শয়ের চোট। ম্যাগুয়ার আবার দলের অধিনায়ক। ফলে তাঁর জায়গায় বাধ্য হয়ে খেলাতে হচ্ছে ভিক্টর লিন্ডেলফকে। শয়ের পরিবর্ত হিসেবে খেলা অ্যালেক্স তেলেসের আক্রমণাত্মক ভূমিকা যথেষ্ট ভাল হলেও, রক্ষণ সামলাতে তিনি এখন অবধি বেশ নবীন । বিপক্ষের কাউন্টার অ্যাটাকে তাই ম্যান ইউ রক্ষণ অসহায় দেখাচ্ছে মাঝে মাঝেই । এটা সামাল দেওয়াই এখন ওলের কাছে প্রধান চ্যালেঞ্জ।

চোটের পাশাপাশি, ম্যান ইউ কোচকে চিন্তাতে রাখছে আরও একটি কারণ সেটি হল, এই মরশুমে প্রচুর অর্থ দিয়ে কেনা তরুণ ইংলিশ উইঙ্গার জেডন স্যাঞ্চো এখনও ফর্ম ফিরে পাননি। এতদিন বুন্দেশলিগা লিগ খেলে আসার পর প্রিমিয়ার লিগে এসে মানিয়ে নিতে সময় লাগছে তাঁর। আর এক তারকা মার্কাসও এখন সুস্থ হননি, ফলে বাঁ দিকে একপ্রকার বাধ্য হয়ে পোগবাকে খেলাতে হচ্ছে। যিনি কিনা মাঝমাঠের প্লেয়ার। এত সমস্যার মধ্যেও কিন্তু রেড ডেভিলদের আশার আলো দেখছেন রোনাল্ডো। দীর্ঘ ১২ বছর পর পুরোনো দলে ফিরে এসেছেন তিনি। কদিন পরেই পা দেবেন ৩৭ বছরে। কিন্তু শারীরিক সক্ষমতায় এখনও অনেক নবীনকেই হার মানবেন তিনি । আগের মতো হয়তো দৌড়োন না, কিন্তু ফুটবলের আসল কাজের কাজ গোলটা করে দেন ঠিক সময়েই। । শনিবার এভার্টনের বিরুদ্ধে চোট জর্জরিত ম্যান ইউয়ের ভরসা সেই রোনাল্ডোই।