নিজস্ব প্রতিবেদন: এবার ক্রীড়া জগতে করোনা কোপ। করোনা আক্রান্ত সচিন তেন্ডুলকর। সচিন ট্যুইট করে নিজেই এই খবর তাঁর অনুগামীদের জানান। প্রসঙ্গত, এর আগে করোনার কবলে পড়েন টিম ইন্ডিয়ার দীপক চাহার। কিছুদিন আগেই ব্রায়ন লারার সঙ্গে একটি সচেতনতামূলক বার্তার বিজ্ঞাপন শুট করেছিলেন।
সচিন লেখেন, আমি আমি সো রকম সচেতনতা মেনেই ছিলাম যাতে করোনা আমার থেকে দূরে থাকে। তবে যাইহোক আমি করোনা পজিটিভ হয়েছি। কিন্তু বাড়ির বাকিরা নেগেটিভ। আমি প্রত্যেক চিকিৎসাকর্মীদের ধন্যবাদ জানাতে চাই যারা আমায় সাহায্য করছেন সুস্থ হওয়ার জন্য এবং বাকিদেরও যারা সারা দেশে চিকিৎসার সঙ্গে যুক্ত। আপনারা প্রত্যেকে নিজের খেয়াল রাখুন।