22 C
Kolkata

Sachin’s post : ক্ষুব্ধ সচিন ! ক্যাসিনোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা ?

নিজস্ব প্রতিবেদন : ডানহাতি ব্যাটার বৃহস্পতিবার তার টুইটার পৃষ্ঠায় পোস্ট করেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় আমার ছবি বিকৃত করে একটি ক্যাসিনোর বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে। এই ঘটনা আমার নজরে এসেছে। কখনও জুয়া, তামাক বা মাদকজাত দ্রব্যের সঙ্গে কোনও যুক্ত সংস্থার বিজ্ঞাপন আমি করিনি। এটা আমার নীতিতে বাধে। তাই এ সবের সঙ্গে যুক্ত কোনও সংস্থা যখন আমার ছবি বিকৃত করে বিজ্ঞাপনে ব্যবহার করে, তা দেখে খুব যন্ত্রনা হয়। আমার লিগ্যাল টিম যথাযথ অ্যাকশন নেবে। আমার মনে হয়, এই তথ্যটা সবার সঙ্গে শেয়ার করা উচিত।’

হঠাৎ করে কেন এমন পোস্ট করলেন ক্রিকেট আইকন?
জানা যায় ,তাঁর কয়েকটি ছবি গোয়ায় অবস্থিত ‘বিগ ড্যাডি’ ক্যাসিনো প্রচারের জন্য ব্যবহার করা হয়েছিল। যা দেখে রীতি মতো ক্ষুব্ধ মাস্টার ব্লাস্টার। তার তিনি তাঁর রাগের কথা জানান টুইটের এ পোস্ট করে। যে সংস্থা সচিন এর ছবি ব্যবহার করেছেন , তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলেন জানান ক্রিকেট আইকন।

আরও পড়ুন:  Eating Papaya: খালি পেটে পাকা পেঁপে খাওয়া কি আদৌ উচিত ? জানুন

48 বছর বয়সী টেন্ডুলকার, যার বেল্টের নীচে অসংখ্য রেকর্ড রয়েছে। তিনি যখন দেখেন লোকেদের বিভ্রান্ত করার জন্য তার ছবি ব্যবহার করা হয়েছে সে ঘটনায় তিনি বেদনা পেয়েছেন।

Featured article

%d bloggers like this: