নিজস্ব সংবাদদাতাঃ বুধবার মেলবোর্নের গ্র্যান্ড হায়াত হোটেলের এক হোটেলকর্মী কোভিডে আক্রান্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য আজকের সমস্ত ধরনের প্রস্তুতি ম্যাচ বাতিল করে দেওয়া হয়।
নতুন করে করোনা আতঙ্কের মধ্যেও ছুটছে সেরিনা উইলিয়ামসের বিজয়রথ। বুধবার ইয়ারা ভ্যালি ক্লাসিক প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে উঠলেন সেরেনা। বুলগেরিয়ান টেনিস তারকা স্বেতানা পিরোনকোভাকে ৬-১, ৬-৪ গেমে হারান সেরেনা। সব কিছু ঠিকঠাক থাকলে সেমিফাইনালে সেরেনার দেখা হবে বিশ্বের এক নম্বর অ্যাশলে বার্টির।
ম্যাচের শেষে সেরেনা বলেন, ‘‘পরিস্থিতি যাই হোক না কেন, সব রকম পরিস্থিতিতেই নিজেকে ঠিক রেখে নিজের সেরাটা দিতে হবে। এখানে খেলতে পেরে দারুণ লাগছে। প্রায় ১ বছর পরে টেনিসটা যে আবার আগের মতো খেলতে পারছি সেটাই বড় ব্যাপার।’’ অ্যাশলে বার্টি কোয়ার্টার ফাইনালে উঠেছেন মারিয়া বুজকোভার বিরুদ্ধে ৬-০, ৪-৬, ৬-৩ গেমে জিতে। শেষ আটে বার্টি মুখোমুখি হবেন শেলবি রজার্সের।