28 C
Kolkata

Serena Williams : টেনিসকে বিদায় জানাচ্ছেন সেরেনা উইলিয়ামস

নিজস্ব প্রতিবেদন: টেনিস কোর্টে সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে তিনি অন্যতম। একসময় টেনিস কোর্টে কার্যত রাজত্ব করেছেন। কোর্টে তিনি যথন দাপিয়ে খেলতেন প্রতিপক্ষ খেলোয়ারও থাকতেন কার্যত দর্শকের ভূমিকায়। কিন্তু সাম্প্রতিক সময়ে একের পর এক চোট, ফর্মের অভাব, বয়সের ভারে নিজের চেনা ছন্দে ছিলেন না তিনি। অবশেষে টেনিসকে বিদায় জানানোর সিদ্ধান্তটা নিয়ে ফেললেন আমেরিকান টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। তবে সেরেনা যে টেনিসকে খুব শীঘ্রই বিদায় জানাবেন তা এক প্রকার নিশ্চিত্‍ ছিল। এবার শুধু আনুষ্ঠানিক ঘোষণাটা তিনি করে দিলেন। তবে ঘরের মাঠে ইউএস ওপেন খেলেই টেনিস কোর্টকে বিদায় জানাবেন সেরেনা। ফিট থাকলে এই আসরে অংশ নিয়েই টেনিস থেকে বিদায় নিতে চান তিনি।

২৩ টি গ্র্যান্ডস্লাম জয়ী সেরেনা জানিয়েছেন, ‘আমার জন্য এটা সবচেয়ে কঠিন বিষয়। আমি চাই না এটা শেষ হোক, তবে একইসঙ্গে আমি সামনে যা অপেক্ষা করছে তার জন্যও তৈরি। আমি অবসর শব্দটা পছন্দ করি না। এটাকে সম্ভবত প্রয়োজনের তাগিদে বিবর্তন বললে ভালো শোনাবে। আমি টেনিস থেকে দূরে সরে যাচ্ছি, টেনিসের বাইরে আমার জীবনের অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোয় মনোযোগ দিতে চাইছি।’ নিজের পরিবার ও মেয়েকে সময় দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত সেই কথাও জানিয়েছেন সেরেনা। নিজের ইনস্টাগ্রাম পোস্ট সেরিনা লিখেছেন,’জীবনে এমন একটি সময় আসে যখন আমাদের ভিন্ন ভাবনাচিন্তা শুরু করতে হয়। আপনি যখন কিছু ভালোবাসেন, তখন তা ছেড়ে অন্য কিছু সিদ্ধান্ত নেওয়া সবসময়ই কঠিন। আমি আমার টেনিস সবসময় উপভোগ করি। তবে এখন কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আমাকে একন নিজের মাতৃত্বের দিকটা লক্ষ্য রাখতে হবে। সেখানে মন দিতে হবে। নতুন কিছু আবিষ্কার করতে চাই। তার জন্য হয়ত আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমি সিদ্ধান্ত নেব।’

আরও পড়ুন:  IND vs AUS : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কম্বিনেশন নিশ্চিত করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার

Featured article

%d bloggers like this: