22 C
Kolkata

দল থেকে ছিটকে গেলেন শাকিব

নিজস্ব সংবাদদাতা: চলতি বছরটা একেবারেই যেন ভাল যাচ্ছে না পদ্মাপাড়ের দেশটির। একে তো একের পর এক ম্য়াচে হারের ধাক্কা কাটিয়ে বাংলাদেশ দল যখন কিছুটা ঘুরে দাঁড়াবার স্বপ্ন দেখছে, ঠিক সেই সময়ই টি-২০ বিশ্বকাপের আসরেও বড় ধাক্কা খেল তারা। চলতি কুড়ি-বিশের এই হাই ভোল্টেজ টুর্নামেন্টের আসর থেকে ছিটকে গেলেন বাংলাদেশ দলের অন্য়তম খেলেয়াড় শাকিব আল হাসান।

সূত্রের খবর, রবিববার বাংলাদেশ দলের তরফ থেকে জানা গিয়েছে যে, এই বিশ্বকাপের আসরে হ্যামস্ট্রিংয়ে চোট লাগার কারণে ক্রিকেটের এই মহারণ থেকে বাদ পড়লেন শাকিব। মাত্র তিনটি ম্য়াচ খেলেই তাঁকে ছিটকে যেতে হল। তবে এই মহাযুদ্ধে আর খেলতে না পারলেও ইতিমধ্যেই একটি রেকর্ড নিজের ঝুলিতে পুড়ে নিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডারটি। এই মুহূর্তে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। তাঁর পিছনে রয়েছে পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। যাঁর ঝুলিতে রয়েছে ৩৯টি উইকেট।

আরও পড়ুন:  Sports : শনিবার আইপিএল -এর আগেই অনুশীলনে বাধা কেকেআরের!

উল্লেখ্য, কুড়ি-বিশের মহাযুদ্ধেই যে শুধু রেকর্ড গড়েছেন এই বাংলাদেশি ক্রিকেটার তা নয়, এর আগে কোয়ালিফায়ার ম্য়াচে ১০৮টি উইকেট নিয়ে শাকিব পিছনে ফেলে দিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার লাসিথ মালিঙ্গাকে। কিন্তু হঠাৎই চলতি বিশ্ব যুদ্ধের মহারণে ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে খেলার সময়ই চোট পান শাকিব। মেডিক্যাল টিমের পরামর্শে আপাতত তাঁকে মাঠের বাইরেই থাকতে হবে বলে জানা গিয়েছে। ফলে তাঁকে ছাড়াই দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে হবে বাংলাদেশকে। যা যথেষ্টই চিন্তায় রাখছে বাংলাদেশ দলকে।

Featured article

%d bloggers like this: