25 C
Kolkata

PV Sindhu : মালয়েশিয়া মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে সিন্ধু-প্রণীথ, বিদায় সাইনার

কুয়ালালামপুর: ইন্দোনেশিয়া ওপেনের ব্যর্থতা ভুলে মালয়েশিয়া মাস্টার্সে ঘুরে দাঁড়ালেন পিভি সিন্ধু। জয় দিয়ে অভিযান শুরু করলেন ভারতের তারকা শাটলার। চিনের হি বিং জিয়াওকে হারিয়ে মালয়েশিয়া মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে জায়গা করেনিলেন সিন্ধু। এই চিনা প্রতিপক্ষের কাছে হেরেই ইন্দোনেশিয়া ওপেন থেকে বিদায় নিতে হয়েছিল সিন্ধুকে। কাজেই এদিন সেই হারের বদলা নিলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা। অন্যদিকে দক্ষিন কোরিয়ার কিম গা ইয়ুনের কাছে হেরে টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন সাইনা নেহওয়াল। তবে জয় দিয়ে অভিযান শুরু করলেন সাই প্রণিথ।

গতমাসে বিং জিয়াওর কাছে স্ট্রেট হেরে ইন্দোনেশিয়া ওপেন থেকে বিদায় নিয়েছিলেন দুবারের অলিম্পিক পদক জয়ী শাটলার। কাজেই এদিন জয় ছিনিয়ে নিতে মরিয়া ছিলেন পিভি সিন্ধু। এদিন টুর্নামেন্টের প্রথম রাউন্ডে জিয়াওকে হারাতে সিন্ধু সময় নেন এক ঘন্টা। ফলাফল ২১-১৩, ১৭-২১, ২১-১৫। তবে মুখোমুখি লড়াইয়ে এখনও এগিয়ে রইলেন জিয়াও। ব্যবধান ১০-৯। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার ইউনের কাছে হারলেন সাইনা। ম্যাচের ফলাফল সাইনার বিপক্ষে ২১-১৭, ১৭—২১, ২১-১৫। পুরুষ সিঙ্গলসের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন সাই প্রণীথ ও পারুপল্লী কাশ্যপ। বুধবার গুয়াতেমালার কেভিন কর্ডনের বিরুদ্ধে স্ট্রেট সেটে জয়ের মাধ্যমে মালয়েশিয়া মাস্টার্স ২০২২ অভিযান শুরু করেলেন ভারতীয় শাটলার বি সাই প্রণীথ। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য ২৬ মিনিটের খেলায় প্রণীত কর্ডনকে ২১-৮, ২১-৯-এ পরাজিত করেন। ইন্দোনেশিয়ার টমি সুগিয়ার্তোকে ১৬-২১, ২১-১৬, ২১-১৬ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন কাশ্যপ।

আরও পড়ুন:  Brazil Win : কাতারে সাম্বা ম্যাজিক অব্যাহত, সুইসদের হারিয়ে নকআউটে ব্রাজিল

Featured article

%d bloggers like this: