22 C
Kolkata

চুনি গোস্বামী-র মৃত্যুতে প্রতিক্রিয়া সোমেন মিত্রের

ঋত্বিক দে , কলকাতা :: ভারতীয় ক্রীড়া জগতের ইন্দ্র পতন! চলে গেলেন চুনি গোস্বামী।

আমি সৌভাগ্যবান যে, দর্শক হিসেবে আমি চুনি গোস্বামীর খেলা দেখেছি। তাঁর ক্রীড়া শৈলী ভারতীয় ফুটবলে এক অবিস্মরণীয় ইতিহাস।

চুনি দার সঙ্গে খেলার মাঠ থেকে শুরু হওয়া আমার পরিচয় পরবর্তী কালে ব্যক্তিগত স্তরে চলে গিয়েছিলো। তাঁর মৃত্যুতে ভারতীয় ফুটবলের এক অপুরণীয় ক্ষতি হলো।

আমি প্রয়াত চুনি গোস্বামীর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।
–সোমেন মিত্র।

Featured article

%d bloggers like this: