নিজস্ব সংবাদদাতা : মেগা টুর্নামেন্টে অংশ নিতে আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজি দলগুলো পৌঁছে গিয়েছে সংযুক্ত আরব দেশে। এবার মরুশহরে রওনা দিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।সৌরভের সঙ্গেই দুবাই উড়ে গিয়েছেন বোর্ড সচিব জয় শাহও। ৬ মাস পর বিমান সফরের কথা জানিয়ে ইনস্টাগ্রামে পোস্টও করেন সৌরভ। ছবিতে দেখা যাচ্ছে, সৌরভের মুখে জোড়া মাস্ক, মাথায় ফেস গার্ড। ক্যাপশনে মহারাজ লেখেন, “৬ মাসে এটাই আমার দুবাইয়ে প্রথম বিমান যাত্রা। আইপিএলের জন্য যাচ্ছি। জীবনযাত্রা এখন অনেকটাই বদলে গিয়েছে।” অন্যদিকে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের (সিপিএল) ২০২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল কিং খানের ত্রিনবাগো নাইট রাইডার্স। সেন্ট লুসিয়া জুকসকে ৮ উইকেট হারিয়ে চতুর্থবার সিপিএল চ্যাম্পিয়ন হল টিকেআর। বৃহস্পতিবার ফাইনালে ১৫৫ রানের লক্ষ্য নির্ধারিত হওয়ার পরে, ত্রিনবাগো নাইট রাইডার্স (টিকেআর) সেন্ট লুসিয়া জুকসকে হেলায় হারিয়ে খেতাব জিতে নেয় শাহরুখের দল।এর আগে তিনবার সিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিলেন টিকেআর। ২০১৫, ২০১৭ ও ২০১৮ সালে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ জিতেছিল ত্রিনবাগো নাইটরাইডার্স। তবে এবারই প্রথম অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হল কিং খানের দল। ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের পর এবার নাইট রাইডার্সের নজরে আইপিএল। কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ হতে পারে, সুনীল নারিন, শুভমন গিল, নীতীশ রানা, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক(অধিনায়ক), আন্দ্রে রাসেল, রাহুল ত্রিপাঠী/রিঙ্কু সিং, প্যাট কামিন্স, শিবম মাভি/বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা। ইয়ন মর্গ্যান হাতের আঙুলে চোট পেয়েছেন, তাই তিনি আইপিএলের শুরুর দিকে নাও খেলতে পারেন। তাঁর বদলে সুযোগ পেতে পারেন ইংল্যান্ডের বিস্ফোরক ওপেনার টম ব্যান্টন।