নিজস্ব প্রতিবেদন: রাজনৈতিক চরিত্র থেকে রুপোলি পর্দার কলাকুশলী ও খেলোয়াড় সবাইকে নিয়েই বায়োপিক হচ্ছে বলিউডে। এর আগে মহেন্দ্র সিং ধোনির বায়োপিক সাড়া ফেলে দিয়েছিল সর্বত্র। শচীন তেন্ডুলকারের বায়োপিকও বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। এবার পালা ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর। যার হাত ধরেই ভারতীয় ক্রিকেট দল ‘টিম ইন্ডিয়া’ হয়ে উঠেছে। আসতে চলেছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। অবশেষে নিজের বায়োপিকে সম্মতি দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে করতে চলেছে তা এ নিয়ে উত্তাল হয়েছিল নেটদুনিয়া।

মহারাজকে একবার পর্দায় দেখার জন্য ইতিমধ্যে দর্শকমহলে উত্তেজনা তৈরি হয়েছে। বলিউডের অন্যতম নামি ব্যান্ড ভিয়াকম ব্যানারে তৈরি হবে এই ছবি। ছবির বাজেট থেকে ২০০-২৫০ কোটি। সূত্রের খবর ছবির কাজ অনেকটা এগিয়ে গেছে। অনেকদিন ধরেই মহারাজের বায়োপিক নিয়ে জল্পনা চলছিল। সৌরভকে এ প্রশ্ন করা হয়েছিল, আপনার বায়োপিকে কাকে দেখতে চান সৌরভের উত্তর ছিল ঋত্বিক রোশনকে।

তবে ঋত্বিক থাকছে দাদার চরিত্রে? সেই জল্পনা অবসান ঘটল। দাদার চরিত্রে দেখা মিলতে চলেছে রণবীর কাপুরকে। তবে শেষ অবধি প্রোডিউসাররা রনবীরের ডেট পেতে সক্ষম হয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও খুব পছন্দ করেন রনবীরের অভিনয়। ধুঁচড়ে মারফত জানা যাচ্ছে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আর কিছুদিনের মধ্যেই কল্লোলিনিতে পা রাখতে চলেছেন। রেইকির জন্য কলকাতার বিভিন্ন মাঠ, সিএবি, ইডেন গার্ডেন্স ও বেহালায় সৌরভের বাড়িও ঘুরে দেখবেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি নিজের বায়োপিকের স্ক্রিপ্ট শুনতে মুম্বাইয়ে পাড়ি দিলেন মহারাজা। ২৪ জানুয়ারি মঙ্গলবার সারাদিন তিনি চিত্রনাট্য শোনার জন্য রাখেন। গত সোমবার এই চিত্রনাট্য শোনার জন্য অধিনায়ক পাড়ি দিয়েছিলেন মুম্বাইয়ে। ২৫ জানুয়ারি, বুধবার সমস্ত কাজ সেরে রাতেই মুম্বাই থেকে তিলোত্তমায় পা রাখবেন দাদা।