22 C
Kolkata

ইউরোর শেষ ষোলোয় যাদের লড়াই

নিজস্ব সংবাদদাতাঃ গোটা ইউরোপ জুড়ে চলছে মহারণ। করোনার আবহকে দূরে সরিয়ে এখন গোটা ইউরোপ মাতোয়ারা ফুটবল জ্বরে। ইতিমধ্যেই শেষ হয়েছে গ্রুপ পর্বের খেলা। আগামীকাল থেকে শুরু হচ্ছে‌ প্রতি কোয়ার্টার ফাইনালের লড়াই। একনজরে দেখে নেওয়া যাক এই প্রি কোয়ার্টার ফাইনালে কাদের বিরুদ্ধে কারা খেলবে।
২৬ জুনঃ ইতালি বনাম অস্ট্রিয়া
ওয়েলস বনাম ডেনমার্ক

২৭ জুনঃ বেলজিয়াম বনাম পর্তুগাল
নেদারল্যান্ড বনাম চেক রিপাবলিক

২৮ জুনঃ ফ্রান্স বনাম সুইজারল্যান্ড
ক্রোয়েশিয়া বনাম স্পেন

২৯ জুনঃ ইংল্যান্ড বনাম জার্মানি
সুইডেন বনাম ইউক্রেন

তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই শুরু হল আসল লড়াই। অনেকে আবার মনে কছেন চলতি ইউরো কাপের মহারণে কাপ জেতার সম্ভাবনা বেশি ইতালি, ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে কারো একজনের। আবার কেউ কেউ এই তথ্য উড়িয়ে দিয়ে বলেছেন ম্যাচের দিন যে ভালো খেলতে পারবে সেই শেষ হাসি হাসবে।

আরও পড়ুন:  Duare Sarkar : আরও নয়া ৬টি পরিষেবা এবার দুয়ারে সরকারে। জেনে নিন কোনগুলি

Featured article

%d bloggers like this: