21 C
Kolkata

Sreesanth : অবসর ঘোষণা করলেন শ্রীসান্থ

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন শান্তাকুমারন শ্রীসান্থ। ভারতীয় ক্রিকেটে তার নাম যতটা ক্রিকেটীয় সাফল্যের জন্য লেখা থাকবে, তার চেয়ে অনেক বেশি করে লেখা থাকবে বিতর্কের জন্য। ২০০৫ সালের অক্টোবর মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় শ্রীসান্থের। একটা সময় জাতীয় দলের নিয়মিত সদস্যও হয়ে উঠেছিলেন তিনি। ২৭টি টেস্ট এবং ৫৩টি ওয়ানডে এবং ১০টি টি-২০ ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন শ্রীসান্থ। ২০১১ ওডিআই বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। এছাড়াও ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন দক্ষিণের এই পেসার। ২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিংয়ের জন্য শ্রীসান্থকে আজীবনের জন্য ক্রিকেট খেলা থেকে নির্বাসিত করা হয়েছিল। প্রাথমিকভাবে আজীবনের শাস্তি থাকলেও সাত বছর পর ২০২০-র সেপ্টেম্বর মাসে তার শাস্তির সমাপ্তি ঘটে। দীর্ঘ নির্বাসন কাটিয়ে প্রথম সারির ক্রিকেটেও ফিরেছিলেন তিনি। গত সপ্তাহেই ৯ বছর পর রঞ্জি ট্রফিতে প্রথম উইকেট পান। তারপর বুধবারই অবসরের কথা ঘোষণা করে টুইটারে একটি পোস্ট করেছেন শ্রীসান্থ। সেখানে তিনি লিখেছেন, “আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন্য আমি আমার প্রথম শ্রেণির কেরিয়ারে ইতি টানার সিন্ধান্ত নিয়েছি। এটা আমার একার নেওয়া সিদ্ধান্ত। জানি এই সিদ্ধান্ত আমার জন্য আনন্দধারা বয়ে আনবে না। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার একেবারে সঠিক সময় এটাই।”

আরও পড়ুন:  প্রয়াত ইস্টবেঙ্গলের ৭০ -এর আইএফএ শিল্ড জয়ের নায়ক পরিমল দে

Featured article

%d bloggers like this: