নিজস্ব প্রতিবেদন: বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের কাছে পাঁচ উইকেটে পরাজিত হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রতিশ্রুতিমান ভারতীয় বোলার উমরান মালিকের আগুন বোলিংয়ের সুবাদে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেলেও রশিদ খান, রাহুল তেওয়াটিয়ার বিস্ফোরক ব্যাটিংয়ের সামনে শেষরক্ষা হয়নি। মার্কো জানসেনের শেষ ওভারে প্রয়োজনীয় ২২ রান তুলে গুজরাট টাইটান্সকে জয় উপহার দিয়েছেন রাহুল তেওটিয়া – রশিদ খান জুটি। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হারের মুখ দেখতে হলেও দুরন্ত বোলিং করে নজর কেড়েছেন উমরান মালিক। মাত্র ২৫ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেছেন এই কাশ্মীরি বোলার।
এদিন ম্যাচ শেষে দেওয়া এক সাক্ষাত্কারে উমরান মালিকের প্রশংসা করেছেন সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি বলেন, “চলতি আইপিএলে উমরান দুর্দান্ত বোলিং করছে। ওর পারফর্মেন্সটা অবিশ্বাস্য। আইপিএলের মতো প্রতিযোগিতায় বোলিংয়ের ক্ষেত্রে নিয়ন্ত্রণ জরুরী। নিয়ন্ত্রণ খোয়ালে রান আটকানো যাবেনা। চলতি মরশুমে ব্যাট হাতে ম্যাচ জেতাতে দেখা যাচ্ছে রশিদকে। এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার রয়েছে। দুটি শক্তিশালী দল মুখোমুখি হলে এমন ফলাফল হতেই পারে।” এর পাশাপাশি শেষ ওভারে ২২ রান রক্ষা করতে না পারা মার্কো জানসেনের পাশেও দাঁড়িয়েছেন উইলিয়ামসন। তিনি বলেন, “জানসেন দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটাবে। আইপিএলের মতো প্রতিযোগিতায় এমন ম্যাচ আসতেই পারে। আমি গুজরাট টাইটান্স দলকে কৃতিত্ব দিতে চাই, ওরা এই ম্যাচে অবিশ্বাস্য মানের ক্রিকেট খেলেছে।”