22 C
Kolkata

আজ বিরাট-রোহিতদের ডু-অর ডাই ম্য়াচ

নিজস্ব সংবাদদাতা: আজ ভারতের টি-২০ বিশ্বকাপের আসরে ডু-অর-ডাই ম্য়াচ। এবার বিরাটদের মুখোমুখি উইলিয়ামসরা। এই টুর্নামেন্টে টিকে থাকতে গেলে এই ম্য়াচে জিততেই হবে ভারতীয় টিমকে। আর যদি এই ম্য়াচ জিততে পারেন বিরাটরা, তাহলে কুড়ি-বিশের মহাযুদ্ধে এবারের মত তাঁদের আশা প্রায় শেষ হয়ে যাবে।

কিন্তু এই ম্য়াচে নামার আগে বিরাটদের অতীত রেকর্ড দেখলে একেবারেই ভাল নয়। যা যথেষ্ট চিন্তায় রাখছে বিরাট বাহিনীকে।যা হয়ত ম্য়াচের প্রাক মুহূর্তে রোহিতদের কিছুটা হলেও পিছিয়ে রাখছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কেননা, ঋষভদের স্মরণ করে দিয়ে বিশেষশজ্ঞরা মনে করিয়ে দেন সেই ২০১৯ সালের কথা। সেই বছর ব্ল্যাক ক্যাপসদের কারণেই বিশ্বকাপ ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল বিরাট বাহিনীর। এমনকি সদ্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভারতের ট্রফি হাতছাড়া হয়েছিল এই নিউজিল্যান্ডের কাছেই।

তবে বিশেষজ্ঞদের এক দলের মতে, এই হাড্ডাহাড্ডি ম্য়াচে মাঠে নামার আগে অনেকেই মনে করেন, উইলিয়ামসন হলেন বিরাট কোহলির সর্বশেষ অস্ত্র। তবে আজ দুবাইতে ভারতের জন্য বিরাটদের সবচেয়ে বড় অস্ত্র যিনি হতে চলেছেন সে হলেন জসপ্রীত বুমরাহ। গতবার এবং চলতি আইপিএল মিলিয়ে দেখা গেলে সংযুক্ত আরব আমিরশাহীতে খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এই বোলারের। শুধু তাই নয়, এই বছরের আইপিএলের ১৪ ম্যাচেও ২১ টি উইকেটও নিয়েছেন তিনি। তাই তাঁর সাম্প্রতিক ফর্মও যথেষ্ট ভাল অনেকেই মনে করেন। এখন দেখা যাক জসপ্রীতই বিরাটের তুরূপের তাস হতে পারেন কি না তা অবশ্য সময়ই বলবে।

Featured article

%d bloggers like this: