18 C
Kolkata

Sports : ফের খেলা ইডেনে!

নিজস্ব সংবাদদাতা : ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের সম্পূর্ণ টি-টোয়েন্টি সিরিজই হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। এমনই জানা গেল বুধবার। সূত্রের খবর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেন্সে। অন্যদিকে এক দিনের সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আমদাবাদে। আগামী মাসেই ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলতে এ দেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। প্রতিটি ম্যাচই আলাদা আলাদা মাঠে হওয়ার কথা ছিল।

ঠিক ছিল, এক দিনের সিরিজের ম্যাচগুলি হবে আমদাবাদ, জয়পুর এবং কলকাতায়। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলি হবে কটক, বিশাখাপত্তনম এবং তিরুঅনন্তপুরমে। বুধবার এ বিষয়ে বোর্ডের একটি বৈঠক হয়। সেখানেই ঠিক হয়ে যায়, এক দিনের সিরিজ আমদাবাদে এবং টি-টোয়েন্টি সিরিজ কলকাতায় আয়োজন করা হবে। বোর্ডের তরফে যদিও এখনও সরকারি ভাবে সেই ঘোষণা করা হয়নি। মাঠের সংখ্যা কমিয়ে দেওয়া হলেও যে দু’টি জায়গায় খেলা হচ্ছে, সেখানে দর্শকদের প্রবেশাধিকার থাকবে কি না, তা এখনও চূড়ান্ত জানানো হয়নি।

আরও পড়ুন:  ATK MohunBagan : বেঙ্গালুরু সেরা তিনের অন্যতম, ওদের হারানো কঠিন: ফেরান্দো

Featured article

%d bloggers like this: