নিজস্ব প্রতিবেদন : কুড়ির আইপিএল হয়ে গিয়েছে দুবাইতে। প্রবেশ নিষেধ ছিলো দর্শকেরও। তবে এবার ভারতের মাটিতেই ভারতীয় প্রিমিয়ার লিগ করতে চায় বিসিসিআই,একথা আগেই জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এবার জানা গেলো সম্ভাব্য তারিখ।
বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী, চলতি বছর ১১ই এপ্রিলেই শুরু হবে ইণ্ডিয়ান প্রিমিয়ার লিগ-১৪(IPL 14) এবং ফাইনাল সম্ভবত হবে ৫ই বা ৬ই জুন। বিসিসিআই চায়, বিজয় হাজারে ট্রফি এবং একদিনের মহিলা টুর্নামেন্টের পরই শুরু হোক আইপিএল।
বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল সম্ভাব্য তারিখ হিসেবে ১১ই এপ্রিলের কথা জানায়। কিন্তু একটি সংবাদপত্র সূত্রে খবর, পাকাপাকি সিদ্ধান্তটা আইপিএল গভর্নিং কাউন্সিল নেবে। এবছর ২৮ মার্চ ইংল্যান্ড সিরিজের পর ক্রিকেটররা তাদের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বসে পরবর্তী পদক্ষেপ নেবে।