নিজস্ব প্রতিবেদন: আসন্ন আইপিএলের প্ৰথম পাঁচ ম্যাচে কেকেআরের জার্সিতে খেলতে পারবেন না দুই অজি খেলোয়াড়, প্যাট কামিন্স এবং অ্যারন ফিঞ্চ। পাকিস্তানের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে আস্ট্রেলিয়ার স্কোয়াডে রয়েছেন এই দুই ক্রিকেটার। বর্তমানে পাকিস্তান সফরে রয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। তিন টেস্টের সিরিজের শেষ টেস্ট চলছে। এরপর ২৯, ৩১ মার্চ ও ১ এপ্রিল পাক ব্রিগেডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। তারপর ৫ এপ্রিল একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সফর শেষ করবে প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ’রা। এদিকে, ২৬ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে ধোনির চেন্নাই সুপার কিংস-এর মুখোমুখি হবে কেকেআর। কাজেই সেই ম্যাচে নাইটরা যে পূর্ণ শক্তির দল নামাতে পারবে না, তা একপ্রকার নিশ্চিত।

অন্যদিকে কেকেআর টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে ১০ এপ্রিল। এপ্রিলের ৬ তারিখ থেকে কামিন্সরা ফ্রি হয়ে গেলেও আইপিএলে যোগ দেওয়ার পর কোয়ারেন্টিন সহ করোনা সংক্রান্ত সমস্ত নিষেধাজ্ঞা মেনে মাঠে নামতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। বুধবার কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ ডেভিড হাসি জানিয়েছেন, “‘সব দলই নিজেদের সেরা ক্রিকেটারদের দলে রাখতে চায়। কন্তু আন্তর্জাতিক ক্রিকেটের কথাও মাথায় রাখতে হবে। প্রত্যেক ক্রিকেটারকেই দেশের হয়ে তার দায়বদ্ধতার কথা মাথায় রেখে খেলতে হয়। তাই, কামিন্স এবং ফিঞ্চ প্রথম পাঁচটি ম্যাচে খেলতে পারবে না। আশা করি ওরা ফিট হয়েই আসবে। মাঠে নামার জন্য তৈরি থাকবে। একবার ওরা অনুশীলনে নামলেই দলের সঙ্গে দারুণভাবে মানিয়ে নেবে।”