22 C
Kolkata

Boxing Championship : বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে লভলিনা সহ ১২ ভারতীয়

নিজস্ব প্রতিবেদন: মে মাসের শুরুতেই তুরস্কে মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে। ৬ মে থেকে ২১মে অবধি অনুষ্ঠিত হতে চলা এই প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করবেন টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী লভলিনা বরগোঁহাই ও নিখাত জারিন। কমলওয়েলথ গেমস, এশিয়ান গেমসের আগে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এই প্রতিযোগিতায় নিখাত, লভলিনা সহ মোট ১২ জন ভারতীয় বক্সার অংশগ্রহণ করবেন। গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার অন্তিম মুহূর্তের প্রস্তুতি নিতে ১২ বক্সার ও ১১ সাপোর্ট স্টাফের ভারতীয় দল ইতিমধ্যেই তুরস্কে পৌঁছে গিয়েছে। কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসের কথা বিবেচনা করেই ১২ সদস্যের ভারতীয় দলের প্রশিক্ষণ শিবির ও প্রতিযোগিতায় অংশগ্রহণ বাবদ ভারত সরকার ৯২.১২ লাখ টাকা বরাদ্দ করেছে।

আগামী মাসের শুরুতে তুরস্কে আয়োজিত মহিলা বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী ভারতীয় দল – নীতু ঘাঙ্ঘাস, অনামিকা, নিখাত জারিন, শিক্ষা, জেসমিন, মনীষা, পারভিন হুডা, অঙ্কুশিতা, লভলিনা বরগোঁহাইন, সুইটি, পুজা রানি, নন্দিনী।

আরও পড়ুন:  FIFA World Cup : ২০২৬ বিশ্বকাপে ৪৮ দল, জানালো ফিফা

Featured article

%d bloggers like this: