25 C
Kolkata

পিছিয়ে পড়া জঙ্গলমহল এবার উচ্চমাধ্যমিকে টেক্কা দিল

নিজস্ব সংবাদদাতা: জঙ্গলমহলের পিছিয়ে পড়া জেলা ঝাড়গ্ৰামের ছাত্রছাত্রীদের শিক্ষাও এবার টেক্কা দিতে শুরু করল রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে। যে ঝাড়গ্ৰাম জেলার ছাত্রছাত্রীরা কলকাতা, বর্ধমান, পূর্ব মেদিনীপুরের মতো জেলার ছাত্রছাত্রীদের সঙ্গে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরিক্ষায় টেক্কা দেওয়ার কথা ভাবতে পারত না, সেই ঝাড়গ্ৰাম জেলা থেকে এবছর প্রকাশিত মাধ্যমিকের ফলাফলে রাজ্যের প্রথম দশের রেঙ্কে স্থান করে নিল আট জন।এর মধ্যে ৬৯৩ নাম্বার পেয়ে জেলায় প্রথম এবং রাজ্যের মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে কুলটিকরী এসসি হাইস্কুলের ছাত্র দেবাশীষ দাস।দহিজুড়ি মহাত্মা বিদ্যাপিঠের ছাত্র সৌমিত্র দাস ৬৯১ নাম্বার পেয়ে রাজ্যের মধ্যে সপ্তম এবং জেলায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। পাশাপাশি জেলার আরও ৬ জন ছাত্রছাত্রী রাজ্যের মেধাতালিকায় স্থান করে নিয়ে জঙ্গলমহলের নাম উজ্জ্বল করেছে। এবিষয়ে ঝাড়গ্ৰাম জেলার প্রথম স্থানাধিকারী দেবাশীষ জানান, তার এই সাফল্যের জন্য কুলটিকরী এসসি হাইস্কুলের শিক্ষক,বাবা,মা,সবার অবদান রয়েছে।তবে এবছর করোনা অতিমারির কারণে এই মুল্যায়ন পদ্ধতির বদলে পরীক্ষা নিলে ছাত্রছাত্রীরা বেশি উপকৃত হত বলে জানান ওই কৃতি ছাত্র। পাশাপাশি দেবাশীষের এই সাফল্যে খুশি তার পরিবার পরিজন থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকা সকলেই।

আরও পড়ুন:  STF Raid In Saltlake: STF-এর অভিযানে উদ্ধার লাখ লাখ টাকা-হেরোইন

Featured article

%d bloggers like this: