নিজস্ব প্রতিবেদন: শুভ কাজের দিনই বিপদ। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার ঘটনা। অন্বেষা ঘোষ (৮) নামের এক শিশু ৯ তলা থেকে পড়ে যায়। মহেশতলা পুরসভার ৩১ নম্বর খারদে একটি অভিজাত আবাসনে ফ্ল্যাট কিনেছে তার বাবা। ওইদিন গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল। জানা যায়, ৯ তলা থেকে খেলতে খেলতে পড়ে যায় অন্বেষা। আবাসনের পাশে হাইড্রেনে পড়ে সে। শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন বাসিন্দারা। অনেক খোঁজাখুঁজির পর ড্রেন থেকে জখম অবস্থায় উদ্ধার করা হয় তাকে। এরপরই এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুটি আশঙ্কাজনক। একনিমেশে চোখের আড়াল হয়ে এভাবে গৃহপ্রবেশের দিন বিপদ ঘটে যাবে তা কেউ বুঝতে পারেনি। শারীরিক অবস্থার কথা হাসপাতাল থেকে শুনে কান্নায় ভেঙে পড়েছে পরিবার।