নিজস্ব প্রতিবেদন: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে গেল যাত্রীবাহি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১ জনের। নিখোঁজ এক শিশু। আহত একাধিক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ঘুঘুডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।
জানা গিয়েছে, বুধবার ভোরে কলকাতা থেকে যাত্রী নিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল বাসটি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ঘুঘুডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে যায় যাত্রীবাহি বাসটি। শব্দ পেয়ে ছুটে যান স্থানীয়রা। তাঁরাই প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন । এরপর পুলিশ ও দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে যায়। পুলিশ, দমকল ও স্থানীয়দের তৎপরতার জানলা ভেঙে উদ্ধার করা হয় চালক এবং বাসের ভেতরে আটকে থাকা যাত্রীদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। তবে তাঁর নাম, পরিচয় এখনও জানা যায়নি। অসুস্থ আরও ৯ জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে। তবে এক শিশু নিখোঁজ। তার খোঁজ চলছে। যদিও এখনও নয়ানজুলি থেকে বাসটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।