নিজস্ব সংবাদদাতা : নন্দীগ্রামের মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত লাগার পেছনে বিজেপির হাত রয়েছে বলে দাবি তুলেছে তৃণমূল নেতৃত্ব। এর প্রতিবাদে আজ কামারহাটি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মদন মিত্রের নেতৃত্বে প্রতিবাদ মিছিল সংঘটিত হলো।
কামারহাটি রথতলা থেকে মিছিল শেষে বেলঘড়িয়া থানায় প্রতিবাদ পত্র জমা দেন প্রতিবাদীরা। মদন মিত্র কার্যত হুঁশিয়ারি দিয়ে এদিন বলেন আগামী ২ মে নির্বাচনের ফল প্রকাশের পর এই ঘটনার তদন্ত হবে , অভিযুক্তদের যথাযথ শাস্তির ব্যবস্থা করবে প্রশাসন।
পাশাপাশি মদন মিত্র বলেন তাদের আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে ঠিকই তবে সেই আন্দোলন বোম গুলি নিয়ে হবে না। আন্দোলন হবে রাজনৈতিকভাবে।