25 C
Kolkata

আনন্দপুরে অ্যাসিড হামলায় আহত বেশ কয়েকজন, গ্রেপ্তার ৪

নিজস্ব সংবাদদাতা: আনন্দপুর এলাকায় মঙ্গলবার সকালে প্রকাশ্য দিবালোকে ঘটলো অ্যাসিড হামলার ঘটনা। জানা গিয়েছে, পেশায় বাসচালক গৌতম মিত্রের বাড়ি আনন্দপুর এলাকায় নোনাডাঙ্গা রেল কলোনিতে। মূলত প্রতিবেশীদের অভিযোগ, বাসচালক গৌতম মিত্রের মেয়ের বিরুদ্ধে। প্রতিবেশীরা মঙ্গলবার সকালে গৌতম মিত্রের বাড়ির সামনে জড়ো হন। তাদের অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তার মেয়ে বিভিন্ন বয়ফ্রেন্ডের ওই বাড়িতে নিয়ে আসেন। নানা ধরনের অশ্লীল কাজ কর্ম হয় ওই বাড়িতে। এরপর প্রতিবেশীরা এই ঘটনা জানিয়ে গৌতম মিত্রকে অভিযোগ জানালে ওই বাড়ির ভেতর থেকে এক মহিলা তাদের দিকে অ্যাসিড ছুড়ে দেয় । সেই ছোড়া বস্তুতে গৌতম মিত্রের বাড়ির সামনে জড়ো হওয়া এক মহিলা সহ বেশ কয়েকজন প্রতিবেশীর হাত পা ঝলসে যায়। এমনকি একজন প্রতিবেশী চোখেও গুরুতর আঘাত লাগে। আহতদের সকলকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের চোখের আঘাত আশঙ্কাজনক বলে এসএসকেএম হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই এলাকায় তদন্তে যান ফরেনসিক বিশেষজ্ঞরা। স্থানীয় প্রতিবেশী স্বপ্না মণ্ডল এবং বেশ কয়েকজন প্রতিবেশী গৌতম মিত্রের বাড়ির সামনে মঙ্গলবার সকালে জড়ো হয়ে তার মেয়ের এই ধরনের অসামাজিক কাজকর্ম বন্ধের দাবি জানান। সেই সময় এই ঘটনাকে কেন্দ্র করে বচসা শুরু হয় । আভিযোগ হঠাৎ বাড়ির ভেতর থেকে গৌতম মিত্রের পরিবারের এক মহিলা প্রতিবেশীদের দিকে বোতলে থাকা অ্যাসিড ছুড়ে দিলে সকলের হাত-পা ও চোখ ঝলসে যায়। স্থানীয় প্রতিবেশীদের দাবি, তারা যাতে ওই এলাকায় পরিবেশ নষ্ট না হয়, তার জন্য ওই মেয়েটির বাবাকে সতর্ক করতে গিয়েছিলেন ,কিন্তু সেই জায়গায় ঘটে যায় অন্য বিপত্তি । প্রতিবেশীদের দাবি, প্রতিটি বাড়িতেই অল্প বয়সী মেয়েরা রয়েছে। সেখানে গৌতম মিত্রর মেয়ে প্রতিনিয়ত বিভিন্ন বয় ফ্রেন্ডদের বাড়িতে ডেকে যে ঘটনা ঘটাছেন, তাতে ওই এলাকার পরিবেশ খারাপ হতে পারে, এই কথা ভেবেই সকলে বিষয়টি অভিভাবক দৃষ্টিগোচর করতে গিয়েছিলেন। কিন্তু এইভাবে তাদের ওপর হামলা হবে তা তারা বুঝতে পারেননি। এই ঘটনাকে কেন্দ্র করে আনন্দপুর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ইতিমধ্যে অ্যাসিড যত্রতত্র বিক্রি হওয়া নিয়ে নানা বিধিনিষেধ আরোপ হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। অথচ তার পরেও পাড়ার দোকান থেকে সর্বত্র মিলছে অ্যাসিড। আর তার ফলেই প্রতিনিয়ত অ্যাসিড নিয়ে হামলার ঘটনা ঘটেই চলেছে। শহরের বুকে প্রকাশ্য দিবালোকে এই ধরনের হামলা নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে।

আরও পড়ুন:  পঞ্চায়েত ভোটের আগে ফের রাজ্যে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র, গ্রেপ্তার ২

Featured article

%d bloggers like this: