নিজস্ব সংবাদদাতা: একটানা বৃষ্টির জেরে চরম সমস্যায় বিভিন্ন জেলার মানুষ। বৃষ্টির জেরে বহুদিন ধরেই জল যন্ত্রণায় ভুগছে ঘাটালবাসি। কঠিন সময়ে বুধবার ঘাটাল পরিদর্শনে গেলেন তারকা সাংসদ দেব।
অভিনয়ে ব্যস্ততাকে দূরে সরিয়ে বর্তমানে নিজের কেন্দ্র নিয়ে ব্যস্ত দেব। ঘাটালবাসির সমস্যায় তাদের পাশে দাঁড়াতে বুধবার নৌকায় করে জলবন্দি ঘাটাল পরিদর্শন করেন তারকা সাংসদ।
উদয়নারায়ণপুর, ঘাটাল ও খানাকুলে জলবন্দি বহু মানুষ। ঘাটালের বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন দেব। ইতিমধ্যেই খানাকুলে উদ্ধার ও ত্রাণের কাজ শুরু করেছে এনডিআরএফ, সেনাবাহিনী।
ঘাটাল পরিদর্শনের পরেই বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন দেব। দেব বলেন, ‘ভোটের আগে অনেকে এসে বলেছিল সোনার বাংলা বানাব। এই করব, সেই করব। ভোটের পর কারোর হদিশ পাওয়া যাচ্ছে না’। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে দেব বলেন, ‘ আজ আমি বলতে বাধ্য হচ্ছি, যতদিন না দিদি প্রধানমন্ত্রী হচ্ছেন ততদিন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবে বলে মনে হয় না’।