25 C
Kolkata

লোকাল ট্রেনের পর এবার টয়ট্রেন চালুর উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা : আনলক পর্বে পাহাড়ের পর্যটন শিল্পকে সরকারের কোভিড গাইডলাইন মেনে স্বাভাবিক করতে কাজ শুরু করেছে রাজ্য প্রশাসন। তাতে দূরপাল্লার ট্রেনে চেপে পর্যটকদেরও আনাগোনা বাড়ছে দার্জিলিং-এ।

করোনা রুখতে লকডাউন শুরু হওয়ার পর থেকেই বন্ধ রয়েছে দার্জিলিং পাহাড়ের অন্যতম আকর্ষণ টয়ট্রেন। দার্জিলিঙে আসা পর্যটকদের কাছে কাঞ্চনজঙ্ঘার পরই টয়ট্রেনের আকর্ষণ। কিন্তু বেড়াতে এসে টয়ট্রেন না চড়েই ফিরে যেতে হচ্ছিল তাঁদের। এবার পর্যটকদের মুখে হাসি ফোটাতে ফের চালুর পথে টয়ট্রেন।

ইতিমধ্যেই টয়ট্রেনের ট্র্যাক ও স্টেশনগুলির পরিস্থিতি খতিয়ে দেখেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার সঞ্জীব রায়। তিনি বলেন, ”আমরা প্রস্তুত রয়েছি। এবার রাজ্য সরকার অনুমতি দিলে টয়ট্রেন চালাতে পারবে রেল। অন্তত ৩০ শতাংশ যাত্রী নিয়ে চালানো যাবে। এতে স্বাস্থ্যবিধি মানা যাবে।”ইতিমধ্যেই রেলের তরফে দার্জিলিংয়ের জেলাশাসকের মাধ্যমে রাজ্য সরকারের অনুমতির জন্য চিঠি দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  ATM Guide: ভুলেও ATM-এ গিয়ে করবেন না এই কাজ

কিন্তু রাজ্যের তরফে এখনো কোনো উত্তর না আসায় পরিষেবা চালু করতে পারছে না দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তবে রাজ্য অনুমতি দিলেই, যাতে পরিষেবা খুব শীঘ্রই চালু করা যায় সে জন্য সমস্ত রকম প্রস্তুতি সেরে রাখা হচ্ছে। উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীদের সংগঠন হিমালয়ান হসপিটালিটি ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, ”পাহাড় স্বাভাবিক হওয়ার পর পর্যটকরা আসছেন। টয় ট্রেনে ওঠার জন্য উত্সাহ বাড়ছে। তাই শীঘ্রই ট্রয়ট্রেন চালানোর আবেদন আমাদের।”

Featured article

%d bloggers like this: