28 C
Kolkata

সোমবার থেকে ফের চালু হচ্ছে অগ্নিবীণা ও কোল্ডফিল্ড এক্সপ্রেস

নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর আগামী সোমবার থেকে ফের‌ চালু হচ্ছে‌‌ হাওড়া-আসানসোল অগ্নিবীণা এক্সপ্রেস ও হাওড়া-ধানবাদ কোল্ডফিল্ড এক্সপ্রেস। পূর্ব রেল সূত্রে খবর, করোনার প্রকোপ থেকে বাঁচতে ফের দ্বিতীয়বারের জন্য আংশিক লকডাউন শুরু হয়েছিল রাজ্যে।

এ রফলে বন্ধ করে দেওয়া হয়েছে লোকাল ট্রেন ও বেশ কিছু এক্সপ্রেস ট্রেন পরিষেবা। কিন্তু এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় ফের কিছু এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছে । এবার সেই তালিকায় যুক্ত হল অগ্নিবীণা ও কোল্ডফিল্ড এক্সপ্রেস।

এই ট্রেন দুটি পুরনো সূচি মেনেই হাওড়া, আসানসোল ও ধানবাদের মধ্যে যাতায়াত করবে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে আসানসোল শাখার আধিকারিক গৌতম সরকার জানান, পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে। তাই আস্তে আস্তে আবার ট্রেনে সফর করতে শুরু করেছেন মানুষ। সামনেই উৎসবের মরশুম।

আরও পড়ুন:  Avalanche: নেপালের মাউন্ট মানাসলুতে ভয়াবহ তুষারধস, মৃত ২ পর্বতারোহী
আরও পড়ুন:  Avalanche: নেপালের মাউন্ট মানাসলুতে ভয়াবহ তুষারধস, মৃত ২ পর্বতারোহী

তাই অন্যান্য ট্রেনগুলির ওপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে সেজন্য অগ্নিবীণা ও কোল্ডফিল্ড এক্সপ্রেস দুটি ফের চালু করা হল। এরই সঙ্গে চালু হল রাজেন্দ্রনগর হাওড়া উৎসব স্পেশাল, মুজফফরপুর হাওড়া উৎসব স্পেশাল ও টাটানগর-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস।

Featured article

%d bloggers like this: