22 C
Kolkata

Bardhaman : মদে আসক্তি? খুব সাবধান ! মদের মধ্যে মিলছে বিষ

নিজস্ব প্রতিবেদন: বর্ধমান শহরে আবার দু’‌জনের রহস্যমৃত্যু। মৃতদের পরিবারের অভিযোগ, পার্শ্ববর্তী হোটেল থেকে মদ খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন ওই দু’‌জন। শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। এই নিয়ে এখনও পর্যন্ত বিষ মদ খেয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৮।

গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ এবং আবগারি দফতরের নিস্ক্রিয়তার কারণেই ঘটছে এই ঘটনা । ‘বিষ মদ এলাকায় ঢুকছে আর তারা কিছু জানে না।’ তারা এও বলেন সঠিক নজরদারি থাকলে এমনটা হতোই না। কিন্তু খাবারের হোটেলে কী ভাবে মদ বিক্রি হয়?‌ এসব পুলিশের জানা জানতেই হচ্ছে বলে তারা মনে করছেন । অতঃপর মৃতের পরিবারগুলিকে আর্থিক সাহায্যর দাবী তুলছেন।

এই ঘটনার পর স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ ফিরোজ বলেন, ‘ ওই হোটেলে মদ খেয়েই মৃত্যু হয়েছ খাগড়াগরের দুই বাসিন্দার। ওই দোকানের মেয়াদ উত্তীর্ণ মদ থেকে এই ঘটনা ঘটতে পারে বলে সবাই মনে করছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ‘

আরও পড়ুন:  Jagdeep Dhankhar: তিলোত্তমায় আসতে চলেছে ধনখড়

Featured article

%d bloggers like this: