নিজস্ব প্রতিবেদন: কথায় আছে, এক রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর। যেমন কথা তার তেমন কাজ, সিবিআইয়ের হাত থেকে পিছু ছাড়তে না ছাড়তেই আবারও ইডি তলব। আসন্ন পঞ্চায়েত ভোট। ঠিক তার আগেই আরও উদ্বেগ বাড়িয়ে তুলছে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের। তাঁর কাছে এসে পৌঁছাল কলকাতার ইডি দপ্তর থেকে দিল্লিতে সিবিআইয়ের দুর্নীতিদমন শাখার।
গরুপাচারকাণ্ডে অনুব্রতকে সিবিআই তলব করে। শুধু তাই নয় অনুব্রতের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেপ্তার করে সিবিআই। তবে সূত্রের খবর অনুযায়ী, ২০১৫-২০২২ সল্ পর্যন্ত বিপুল সম্পত্তির মালিক অনুব্রত। শুধু তাই নয় তাঁর দেহরক্ষীর সম্পত্তির পরিমাণও কোনও অংশে কম নয়। এমনি অভিযোগ প্রকাশ্যে আসছে। এই টাকার হদিশ আনতেই ইডি তলব।