নিজস্ব প্রতিবেদন: পুরুলিয়া থেকে আসানসোল আসার পথে এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হল বাবা ও মেয়ে। এই ঘটনায় গিফটনাস্থলেই প্রাণ হারায় বাবা ও মেয়ে। তবে আশঙ্কাজনক আশঙ্কাজনক হাসপাতালে ভর্তি করা হয় ওই ব্যক্তির স্ত্রীকে। সূত্রের খবর অনুযায়ী, একটি বাইকে করে ৩ জন পুরুলিয়া থেকে আসানসোলের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু হটাৎই ঘটে দুর্ঘটনা। তবে এ যে সে ঘটনা নয়, এই শুধু বালতির কারণে হয়।
মূলত বাইকের হ্যান্ডেলে ঝোলানো ছিল. সেই বালতির ভারসাম্য রাখতে না পেরে অপরদিকে থেকে আসা ভারী লরির গতিবেগের কাছে হার মানে বাইক। ঘটে দুর্ঘটনা। আসানসোল উত্তর থানার দু’নং জাতীয় সড়কের জুবিলি মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, বালতির কারণে এই দুর্ঘটনা। ঘটনায় মৃত্যু হয় বাবা ও মেয়ের। তবে এক মহিলাকে আশঙ্কাজনক আশঙ্কাজনক আসানসোলের হাসপাতালে ভর্তি করা হয়। ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর ওই লরিটিকে ঘেরাও করে চালকটিকে পাকড়াও করা হয়। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।