নিজস্ব সংবাদদাতা: ১৬ ই আগস্ট থেকে ঝাড়গ্রাম জেলায় দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে। বুধবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়াআর এন এম একাডেমি হাইস্কুল প্রাঙ্গনে দুয়ারে সরকার কর্মসূচির কাজকর্ম ও অগ্রগতি খতিয়ে দেখার জন্য যায় ঝাড়গ্রাম এর জেলাশাসক জয়শী দাসগুপ্ত ও গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো । রগড়া আর এন এম একাডেমী হাইস্কুল প্রাঙ্গনে দুয়ারে সরকার কর্মসূচির কাজ ঠিকভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে সাধারণ মানুষের সাথে কথা বলেন জেলাশাসক জয়শী দাশগুপ্ত ও বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো ।সেই সঙ্গে তারা দুয়ারে সরকার প্রকল্প এর সুবিধা নেওয়ার জন্য আসা মানুষদের বিভিন্ন প্রকল্প সুবিধা কি কি তা বিশদে বোঝান। তাঁদের কোনো অসুবিধা হচ্ছে কি না তা-ও জানার চেষ্টা করেন। সবচেয়ে বেশি ভিড় করেছেন মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা দেওয়ার জন্য । বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো দুয়ারে সরকার প্রকল্পে আসা মানুষদের বলেন ,আপনারা ধীরে সুস্থে লাইন দিয়ে যে পরিষেবার জন্য এসেছেন সেই পরিষেবার ফরম পূরণ করে জমা দেবেন। কোন অসুবিধা হবে না। আপনাদের পাশে রাজ্য সরকার রয়েছে ।এরপর বিধায়কের সঙ্গে নিয়ে সাঁকরাইল ব্লক এর আঁধারিয়া এলাকায় আরএকটি দুয়ারে সরকার প্রকল্পের শিবিরে গিয়ে তারা কাজ কর্ম খতিয়ে দেখেন জেলাশাসক জয়সী দাশগুপ্ত। সেখানে গিয়েও সাধারণ মানুষের সাথে তারা কথা বলেন । দুটি এলাকাতেই প্রচুর মানুষ ভিড় করেন দুয়ারে সরকার প্রকল্পের কর্মসূচির পরিষেবা নেওয়ার জন্য।