নিজস্ব সংবাদদাতা : শ্যামনগর ঝাউতলার পালপাড়া এলাকায় এক অটো চালকের আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। প্রাথমিক অনুমান, লকডাউনের জেরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণেই মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন ওই অটোচালক।
মৃতের নাম অজিত দাস , বয়স ৬৮। শ্যামনগরের ফিডার রোড অঞ্চলে অন্যের অটো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন অজিত বাবু। প্রতিবেশী সূত্রে জানা গেছে দীর্ঘ লকডাউন -এর কারণে কর্মহীন হয়ে পড়েন তিনি, এরপর গতকাল লকডাউন ফের ১৫ দিন বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা হয়ে যাবার পর মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন অজিতবাবু ।
এর পরেই তিনি আত্মহননের মত ঘটনা ঘটান। আত্মীয়রা তাঁর দেহ উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অজিত দাসকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ।