29 C
Kolkata

Balason Bridge: খুলতে চলেছে সেতু

নিজস্ব প্রতিবেদন: প্রতীক্ষার অবসান। অবশেষে ১০ মাস পর খুলতে চলেছে। আবারও নতুন করে যান চলাচল করতে শুরু করবে। চলতি বছরে ৭৫ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালেই খুলছে মাটিগাড়ার বালাসন সেতু। যার ফলে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে ৩১ নং জাতীয় সড়কের। প্রসঙ্গত, গত ২০ অক্টোবর প্রবল বৃষ্টির কারণেই ক্ষতিগ্রস্ত হওয়ায় জলের স্রোতে পিলার বসে গেছিল। তারপর থেকেই এই গুরুত্বপূর্ণ সেতুটি বন্ধ করে দেওয়া হয়।

তারপর জন মাস থেকেই ওই রাস্তার মেরামতির কাজ শুরু করা হয়। তবে এই সেতু নিয়ে পূর্ত দপ্তরের সংশ্লিষ্ট বিভাগের তরফ থেকে এমনটাই ইঙ্গিত করা হচ্ছে। এনিয়ে পূর্তদপ্তরের জাতীয় সড়ক বিভাগের (ডিভিশন-৯) এক পদস্থ ইঞ্জিনিয়ারের মন্তব্য, প্রযুক্তির সাহায্যে জ্যাক করে বসে যাওয়া পিলারটি আবার আগের জায়গায় তুলে আনা হয়েছে। সেটি প্রায় ১ ফুট জলের তলায় চলে যায়। বর্তমানে উপরিতলের সাথে এক্সট্রা পিলার যুক্ত করে সেতুটিকে নতুন রূপ দেন করা হয়েছে।

আরও পড়ুন:  Surbhi Jyoti: সবুজ জলের পাশে সাদা বিকিনিতে ঝড় তুললেন সুরভি জ্যোতি

Featured article

%d bloggers like this: