নিজস্ব প্রতিবেদন: দিন ঘুরতে না ঘুরতেই ফের বোমাবাজি। গত শনিবার নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার করা হয় ৫০ টি তাজা বোমা। তারপর আবারও ভাটপাড়া থানার বুড়ি বটতলার শালবাগান এলাকা এনিয়ে পরপর দুটি বোমা পাওয়া গেল। যার জেরে আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, ঘটনাস্থলে বোমাবাজি হওয়ার আট ঘন্টা পর সেখানে উপস্থিত হয় ভাটপাড়া থানার পুলিশ। তবে অভিযোগ, এই ঘটনার তদন্তের উপরও সন্দেহ প্রকাশ করেছে।