25 C
Kolkata

Bhubaneswar: উদ্ধার ৪০০ বছরের পুরনো মহিষাসুরমর্দিনী

নিজস্ব প্রতিবেদন: মাটির নিচ থেকে উদ্ধার হল ৪০০ বছরের পুরনো মহিষাসুরমর্দিনী মূর্তি। মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল মন্দিরের একাংশ। আর তারই গর্ভগৃহ পরিষ্কার করতে গিয়েই মিলল এই মুহূর্তে।

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানিয়েছে যে এটি প্রায় এক হাজার চারশো বছর পুরনো। এই দেবীর মূর্তি টি পাওয়া গেছে ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরের কাছে। যাকে ঘিরে বর্তমানে হইচই পড়ে গেছে। তবে ঐতিহাসিকেরা দাবি করছেন, এই এলাকায় মাটির নিচে আরো অনেক মূল্যবান ভাস্কর্য চাপা পড়ে আছে। তাই গোটা এলাকার সমীক্ষা গ্রাউন্ড পেনিট্রেশন রেডার সার্ভের রিপোর্ট প্রকাশ আনতে হবে। তাহলেই প্রকাশ্যে আসবে মূল্যবান ভাস্কর্য।

এদিকে শহরটিকে সুন্দর করে তোলার জন্য হাত লাগিয়েছে ওড়িশা সরকার। কিন্তু এই কাজের সম্পূর্ণ বিরোধিতা করেছে বিশেষজ্ঞরা। কারণ তাদের আশঙ্কা খননকার্যের ফলে মাটির তলায় থাকা গুরুত্বপূর্ণ ভাস্কর্য ও ঐতিহাসিক নিদর্শন নষ্ট হয়ে যেতে পারে।

আরও পড়ুন:  Kolkata Rail Station: কলকাতা রেলস্টেশনে চালু বাংলাদেশি ভিসা তথ্য কেন্দ্র

প্রসঙ্গত, এএসআইয়ের ভুবনেশ্বর সার্কেলের আধিকারিক অরুণ মালিক জানিয়েছিলেন, দেবীমূর্তির পাশাপাশি একাধিক ভাস্কর্য ও শিলালিপি উদ্ধার করা হয়েছে। তবে এটাই প্রথম নয় ফেব্রুয়ারি মাসে ভুবনেশ্বরের পুরনো শহর এলাকা থেকে বেশকিছু ভাস্কর্য উদ্ধার করা হয়েছিল।

Featured article

%d bloggers like this: