নিজস্ব সংবাদদাতা : বিরাটিতে একুশে জুলাই রাতে তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্ত কে খুনের ঘটনায় দিবাকর দাস কে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার ধৃত দিবাকর দাসকে ব্যারাকপুর আদালতে পেশ করে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে চান তদন্তকারী অফিসার। আদালত সেই আবেদন কে মান্যতা দিয়ে ধৃত দিবাকর দাসকে ১৪দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইমারতে দ্রব্যের ব্যবসায় এলাকার সমাজবিরোধী বাবুলালের সঙ্গে ঝগড়ার দরুন একুশে জুলাই রাতে তার সাকরেদ দিবাকর দাস এর হাতে খুন হতে হয় তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্তকে । পুলিশ এই খুনের ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন দোকানের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে, দিবাকর দত্তকে প্রথমে আটক করে এবং পরে তার কথায় অসঙ্গতি থাকার দরুন এই খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে । তবে এই ঘটনায় সুপারি কিলার ব্যবহার করা হয়েছে কিনা, তা জানতে আদালতে দিবাকরকে পেশ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। এখন দেখার বিষয় এই খুনের নেপথ্যে যারা যুক্ত তাদের ধরতে সক্ষম হয় কিনা ব্যারাকপুর কমিশনারেট।